সাইকেলে চড়ে হজে যাচ্ছেন ৩ বাংলাদেশি

  • প্রবাস ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৬, ২০১৭, ০৩:৪১ পিএম

ঢাকা: লন্ডন থেকে সাইকেলে চড়ে হজে যাচ্ছেন ৮ তরুণ, যাদের মধ্যে ৩ জন বাংলাদেশি বংশদ্ভূত ব্রিটিশ নাগরিকও রয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক একটি মানবিক সহায়তা প্রতিষ্ঠানের আট তরুণের একটি দল ছয় সপ্তাহের সফরে লন্ডন থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা করেছেন। 

তাদের এই দীর্ঘ সফরে প্রথমে সাইকেলে করে নিউ হ্যাভেনে পৌঁছাবেন। সেখান থেকে তারা ফেরিতে করে ফ্রান্সের ডিয়েপ্পেতে যাবেন। এরপর সাইকেলে চড়ে তারা প্যারিস থেকে সুইজারল্যান্ড, জার্মানি, অস্ট্রেলিয়া, লিচেনস্টেইন এবং ইতালি পৌঁছাবেন। 

ভেনিস থেকে ওই দলটি একটি ফেরিতে করে গ্রিসের ইগোমেনিতসায় যাবে। এরপর সাইকেলে করে গ্রিসের পথ শেষ করে তারা একটি প্লেনে করে সাগর পাড়ি দিয়ে আলেকজান্দ্রিয়ায় যাবেন। এরপর সেখান থেকে তারা মদীনার ইয়ানবু বন্দরে পৌঁছে তাদের দীর্ঘ সফর শেষ করবেন। 

লন্ডন থেকে সৌদি যাওয়ার পথে তরুণদের ওই দলটি বিভিন্ন দেশ থেকে অনুদান সংগ্রহ করবেন এবং অনুদানের সেই টাকা সিরিয়ায় জরুরি সেবা কাজে ব্যবহার করা হবে।

উল্লেখ্য, তিন বাংলাদেশি ছাড়া বাকিরা হলো- চারজন ব্রিটিশ পাকিস্তানি এবং একজন ব্রিটেনের নাগরিক। সূত্র: খালিজ টাইমস।

সোনালীনিউজ/ঢাকা/এআই