বাংলাদেশিকে গুলি, মালয়েশিয়ান নিরাপত্তারক্ষীর ফাঁসির দণ্ড

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০১৭, ০৬:৩২ পিএম

ঢাকা: প্রবাসী এক বাংলাদেশিকে গুলি করা ও ডাকাতির অপরাধে মালয়েশিয়ার সাবেক এক নিরাপত্তারক্ষীকে ফাঁসির দণ্ড দিয়েছেন দেশটির আদালত।

বুধবার(২৭ সেপ্টেম্বর) উচ্চ আদালতের বিচারক দাতুক আযমান আবদুল্লাহ এ রায় ঘোষণা করেন।

২০১৬ সালের ৭ আগস্ট কুয়ালালামপুরের একটি ফিলিং স্টেশনে হামলা চালায় ডাকাত দল। সেখানে কর্মরত বাংলাদেশি শ্রমিক মো. তারিকুল ইসলাম তারেক বাঁধা দিলে তাকে গুলি ছুঁড়ে ডাকাতরা।

তখন পেটে গুলি লেগে মারাত্মকভাবে আহত হন তারেক। জানা যায়, তারেকের ওপর যে গুলি চালিয়েছে তিনি ফাইরল আযমান রনযুকি নামের ৩৩ বছর বয়সী মালয়েশিয়ার নিরাপত্তারক্ষী। 

পরে ফৌজদারি আইনের ১৯৭১ এর ৩ ধারার অধীনে দোষী সাব্যস্ত হওয়ায় সাবেক এ নিরাপত্তারক্ষীকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/আতা