জঙ্গি আশ্রয়ের অভিযোগ: পুনেতে তিন বাংলাদেশি আটক

  • প্রবাসে বাংলা ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৮, ২০১৮, ০৩:১২ পিএম

ঢাকা : ভারতের মহারাষ্ট্রে তিন বাংলাদেশিকে আটক করেছে রাজ্যটির এন্টি-টেরোরিজম স্কোয়াড (এটিএস)। শনিবার (১৭ মার্চ) রাজ্যের পুনে শহর থেকে ওই তিন যুবককে আটক করা হয়েছে।

আটক তিন যুবকের বিরুদ্ধে বাংলাদেশি জঙ্গিগোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্যদের আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে। শুধু তা-ই নয়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন।

দি নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাত দিয়ে এক এটিএস কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৬ মার্চ) মহারাষ্ট্রের ওয়ানাবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে এক বাংলাদেশি আটক গ্রেপ্তার হয়।

পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, আকুরড়িতে আরও দুই বাংলাদেশি অবৈধভাবে রয়েছে। পরে তাদেরকেও আটক করা হয়।

তিনি আরও বলেন, গত পাঁচ বছর ধরে বৈধ কাগজপত্র ও ভ্রমণ নথি ছাড়া ওয়ানাবাড়ি ও আকুরড়ি এলাকায় বসবাস করে আসছিল তারা। আটকৃতদের বয়স ২৫ থেকে ৩১ বছরের মধ্যে।

তারা বাংলাদেশের খুলনা ও শরীয়তপুরের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তারা এবিটি সদস্যদের আশ্রয় ও সহায়তা দেওয়ার কথা স্বীকার করেছে তারা।

সোনালীনিউজ/জেডআরসি