ভারতে ৩৬ বাংলাদেশি আটক

  • প্রবাসে বাংলা ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৮, ২০১৮, ০৩:৫৫ পিএম

ঢাকা: ভারতের পুনেতে অভিযান চালিয়ে ৩৬ ‘অবৈধ’ বাংলাদেশিকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। গ্রেফতারকৃতরা স্থানীয় একটি কোম্পানিতে দিনমজুরের কাজ করতো বলে পুলিশ জানিয়েছে।

মহারাষ্ট্র রাজ্যের পুনেতে সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানকালে তাদের আটক করা হয়। গত শনিবার, শিল্প নগরী বারামতি, ভাদগাওন নিমবালকার, ডাউন্ট ও ইয়াদাব থেকে ওই বাংলাদেশিদের আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে ভারতীয় পাসপোর্ট আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

পুলিশ বলছে, কিছু ব্যক্তি কোনো বৈধ কাগজপত্র ছাড়াই পুনেতে বসবাস করছেন-এই তথ্য পেয়ে পুনের সন্ত্রাসবিরোধী পুলিশের বিশেষ স্কোয়াড অভিযান চালায়। এ অভিযানে স্থানীয় থানা পুলিশ সদস্যরাও ছিলেন।

এ সময় ৩৬ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। গত এক সপ্তাহ ধরেই পুনের ওই বাংলাদেশিদের চিহ্নিত করার কাজ করছিল সন্ত্রাসবিরোধী স্কোয়াড।

পুলিশের দাবি, গ্রেফতাররা গত ছয়মাস ধরে ভারতে অবৈধভাবে বাস করে আসছেন। পাশাপাশি কোনো ধরণের অনুমতি ছাড়াই তারা স্থানীয় একটি কোম্পানিতে কাজ করে আসছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া


সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/আকন