কানাডার নির্বাচনে জয় পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ডলি

  • প্রবাসে বাংলা ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৮, ২০১৮, ০৪:১৪ পিএম

ঢাকা : কানাডার অন্টারিওর প্রাদেশিক পরিষদের নির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে জয় পেলেন ডলি বেগম। অন্টারিওর স্কারবারো সাউথওয়েস্ট আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোট হয়, ফল ঘোষণা করা হয় রাতেই। ডলি বেগম পেয়েছেন ১৫ হাজার ৫৪৩ ভোট।

নিকটতম প্রতিদ্বন্দ্বী, প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টির গ্রে এলিসকে ৫ হাজার ভোটে হারিয়েছেন ডলি। তার জন্ম বাংলাদেশের মৌলভীবাজার জেলায়।

১১ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে কানাডায় পাড়ি জমান ডলি বেগম। ২০১২ সালে টরেন্টো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেন।

২০১৫ সালে টরন্টো ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে উন্নয়ন প্রশাসনে মাস্টার্স করেন বাংলাদেশি বংশোদ্ভুত ডলি।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই