সৌদিতে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা

  • সৌদি আরব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৫, ২০১৮, ১০:০৫ এএম

ঢাকা: সৌদি আরবের রিয়াদে আব্দুল্লাহ নামের এক প্রবাসী বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করেছে এক সৌদি নাগরিক। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন।

জানা গেছে, বুধবার দুপুরে রিয়াদে ওই বাংলাদেশির ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এক সৌদি নাগরিক। এসময় এলোপাথাড়ি মাথায় কুপিয়ে মারাত্মক জখম করলে ঘটনাস্থলেই মারা যান আব্দুল্লাহ। হামলাকারীকে বাধা দিতে গেলে তিন ভারতীয় এবং এক ইয়েমেনি নাগরিককেও কুপিয়ে আহত করেন ওই হামলাকারী। পরে স্থানীয় পুলিশ হামলাকারীকে আটক করে।

নিহতের বাড়ি নরসিংদী জেলায়। আব্দুল্লাহ গেল ২২ বছর ধরে সৌদি আরবে নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করতেন। বর্তমানে তার লাশ পুলিশি হেফাজতে রাখা হয়েছে। হামলার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সৌদি পুলিশ।


সোনালীনিউজ/ঢাকা/আকন