মালয়েশিয়ায় ৭০ বাংলাদেশি আটক

  • প্রবাসে বাংলা ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৬, ২০১৮, ০৭:৪৭ পিএম

ঢাকা: মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশে অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে অন্তত ৭০ বাংলাদেশিসহ ১১৩ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (৫ জুলাই) রাতে প্রদেশটির সোবাং জায়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে জানান মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক মোস্তফা আলী।

এছাড়াও একই এলাকা থেকে অননুমোদিত রি-হায়ারিং প্রকল্প পরিচালনার দায়ে ৮৫টি পাসপোর্টসহ আরও এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক আরও জানান, বাংলাদেশিসহ বিদেশি শ্রমিকদের বৈধতা দেয়ার কথা বলে জনপ্রতি পাঁচ থেকে আট হাজার রিঙ্গিত হাতিয়ে নেয় একটি সংঘবদ্ধ দালাল চক্রের এই সদস্য। রি-হায়ারিং প্রকল্পের মেয়াদ শেষ পর থেকে মেগা থ্রি নামে এই অভিযান শুরু করা হয়।

চলতি বছরের আগস্টের মধ্যে স্বেচ্ছায় নিজ দেশে ফেরত না গেলে জেল জরিমানার বিধান রয়েছে বলেও জানায় মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

সোনালীনিউজ/জেডআরসি/এমএইচএম