নিউইয়র্কে নিখোঁজ বাংলাদেশি নার্স মাহফুজা

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১০, ২০১৬, ০১:৫২ পিএম

সোনালীনিউজ ডেস্ক

নিউইয়র্কে তিন মাস ধরে এক বাংলাদেশি নার্সের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে নিউইয়র্ক ডেইলি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে। গত ৮ ডিসেম্বর সর্বশেষ বেলভ্যু হাসপাতালের কর্মস্থলে তাকে দেখা গেছে বলে সহকর্মীরা জানিয়েছেন।
পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ ঐ বাংলাদেশি নার্সের নাম মাহফুজা রহমান (৩০)। ৮ ডিসেম্বর নিখোঁজ হলেও তার পরদিন হান্টার কলেজে তার আইডি কার্ড ব্যবহার করা হয়েছিল। সেখানে মাহফুজা রেজিস্ট্রার নার্স হওয়ার জন্য পড়াশোনা করছিলেন।
গোয়েন্দা প্রধান রবার্ট বয়েস বলেছেন, মাহফুজার স্বামী মোহম্মদ চৌধুরী (৩৮) বেলেভ্যু হাসপাতালকে জানিয়েছে, মাহফুজা বাংলাদেশে গেছে। তার বাবা-মা গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
এরপর মোহম্মদ তার নয় বছর বয়সী মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। কিন্তু তিনি নিউইয়র্ক পুলিশের ফোন রিসিভ করছেন না।
তবে একজন গোয়েন্দা মাহফুজার বাবা-মায়ের সাথে কথা বলেছে। তারা কোনো দুর্ঘটনায় শিকার হননি।

সোনালীনিউজ/এইচএআর