টাকার জন্য বন্ধুকে হত্যা করল বন্ধুরা!

  • প্রবাস বাংলা ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০১৮, ১০:১৩ পিএম

ঢাকা: কমমূল্যে ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য সিগারেট কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে দক্ষিণ আফ্রিকায় সাইদুল ইসলাম নামের এক বাংলাদেশি ব্যবসায়ীকে খুন করা হয়েছে। সাইদুল হত্যার অভিযোগে তার দুই বন্ধুকে আটক করার পর এমন তথ্য পেয়েছে আফ্রিকা পুলিশ।

আটক ওই দুই বাংলাদেশির নাম সালাহ উদ্দিন ও আবদুল মাজেদ। তাদের বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জে।

জানা গেছে, গত ৪ ডিসেম্বর সাইদুল মালামাল কিনতে বের হন। আগে থেকে পরিকল্পিতভাবে সাইদুলের দুই বন্ধু তাকে কমমূল্যে সিগারেট কিনে দেওয়ার প্রস্তাব দেন। আর এজন্য তাকে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ৩০০ কিলোমিটার দূরে ভিক্টোরিয়া ওয়েস্ট নামক শহরে নিয়ে যান তারা। এ সময় সাইদুলের সঙ্গে ছিল আফ্রিকান মুদ্রার প্রায় ২ লাখ ৫৮ হাজার র‌্যাড, যা বাংলাদেশি টাকায় আনুমানিক ১৫ লাখ টাকা।

ঘটনার পর থেকে সাইদুলকে খুঁজে না পেয়ে বিষয়টি পুলিশকে জানায় করে তার অন্য বন্ধুরা। পরে পুলিশ অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় সময় সোমবার পোর্ট এলিজাবেথের জনসন বিলি এলাকা সাইদুলের লাশ উদ্ধার করে।

নিহত আফ্রিকা প্রবাসী ব্যবসায়ী সাইদুল ইসলামের বাড়ি সিলেটের পীরের চক থানার খাদিমপাড়া ইউনিয়নে। বিগত পাঁচ বছর ধরে সাইদুল দক্ষিণ আফ্রিকার নর্দান ক্যাপের ডিয়ার নামক এলাকায় মুদির ব্যবসা করেন।

সোনালীনিউজ/এমএইচএম