ন্যাশনাল ব্যাংকের ছিনতাই হওয়া ৬০ লাখ টাকাসহ আটক ৪

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২, ২০২০, ১০:১৭ এএম

ঢাকা : রাজধানীর কোতোয়ালি থানাধীন ন্যাশনাল ব্যাংকের ইসলামপুর শাখার ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১ জুন) দিনগত রাতে তাদেরকে গ্রেফতার হয়।

ডিএমপির উপকমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন জানান, ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৬০ লাখ টাকা ও ২টি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে মঙ্গলবার (২ জুন) ডিবির যুগ্ম কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, গত ১০ মে পুরান ঢাকার বাবুবাজার এলাকায় ন্যাশনাল ব্যাংকের গাড়ি থেকে ৮০ লাখ টাকাসহ একটি বস্তা খোয়া যায়।  এ অভিযোগে  ব্যাংকের দিলকুশা শাখার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান কোতোয়ালি থানায় মামলা করেন।

সোনালীনিউজ/এএস