চুরিতে বাধা দেয়ায় গৃহবধূকে গলাকেটে হত্যা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২০, ১২:৩১ পিএম

ঢাকা : চুরিতে বাধা দেয়ায় রাজধানীর সবুজবাগ এলাকার নন্দীপাড়ায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হত্যাকাণ্ডটি ঘটে। ঘটনার পরপরই ওই বাড়ির ছাদে লুকিয়ে থাকা চোরকে আটক করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম জান্নাতুল ফেরদৌস। তার স্বামীর নাম মোস্তাফিজুর রহমান।

জানা যায়, নন্দীপাড়ার নির্মাণাধীন চারতলা বাসায় গতকাল রাতে দেড় বছরের সন্তানকে নিয়ে ছিলেন জান্নাতুল ফেরদৌস। রাত ৯টার দিকে মনির নামের এক চোর তার বাসায় চুরির উদ্দেশ্যে ঢুকলে টের পেয়ে যান তিনি।

এসময় মনির ওই বাসার রান্নাঘর থেকে ছুরি নিয়ে জান্নাতুলকে উপুর্যপুরি কোপায়। এতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে নিহতের স্বামী মোস্তাফিজুর রহমান বাসার দরজা ভেঙে ভেতরে ঢুকে তার মরদেহ দেখতে পান। পরে তিনি স্বজন ও প্রতিবেশীদের সংবাদ দেন।

পরে খবর পেয়ে সবুজবাগ থানা পুলিশ ওই বাসার ওপর তলায় লুকিয়ে থাকা মনিরকে গ্রেফতার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠান তারা। এসংবাদের সত্যতা নিশ্চিত করেছেন সবুজবাগ থানার এসআই তৌফিকুল ইসলাম।

সোনালীনিউজ/এএস