রাজধানীতে কমেছে সব সবজির দাম

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২০, ১২:২৪ পিএম
নিজস্ব ছবি

ঢাকা: রাজধানীর শীতকালীন সবজি চলে আসায় পাইকারি ও খুচরা বাজারে কেজি প্রতি দাম কমেছে ৫ থেকে ১০ টাকা। 

শুক্রবার (১১ ডিসেম্বর) রাজধানী কাওরানবাজারসহ কয়েকটি কাঁচা বাজার ঘুরে দেখা যায় সবজি এমন দাম দাম।

বাজার ঘুরে দেখা যায়, ফুলকপি ও বাঁধাকপির আকার ভেদে দাম ১০ থেকে ২০ টাকা করে। প্রতি পিস লাউয়ের দাম ৩০-৪০ টাকা। শিম জাত ভেদে প্রতি কেজি ১৫ থেকে ২০ টাকা বিক্রি হচ্ছে। বেগুন ৩০  টাকা, মুলা ও বরবটির কেজি বিক্রি হচ্ছে মান ভেদে ১৫ থেকে ২০ টাকা। করোলা, চিচিঙ্গা, শসা,কচুর লতি,ঝিঙে কেজি প্রতি ৩০ টাকা,পুরাতন আলু বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে। নতুন আলু  ৫০ টাকা

কাঁচা মরিচ ৯০- ১০০ টাকা কেজি। গাজর ২৫-৩০টাকা কেজি, কাঁচা কলার হালি ১০ টাকা, সাইজ ভেধে লেবুর হালি ১২-২০ টাকা। 

বর্তমানে বাজারে মোট চার ধরনের পেঁয়াজ পাওয়া যাচ্ছে। চীনা ও তুরস্কের পেঁয়াজের দাম মান ভেদে ৪০ থেকে ৫০ টাকা কেজি। পাকিস্তানি পেঁয়াজ ৫৫-৬৫ টাকা, প্রতি কেজি দেশি পেঁয়াজ মান ভেদে ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। চীনা রসুন কেজি ১০০ থেকে ১২০ টাকা ও দেশি রসুন ১২০ থেকে ১৪০ টাকা দরে বিক্রি করেন বিক্রেতারা। আদার দাম মান ভেদে ৭০-
৮০ টাকা।

কাওরানবাজার ঘুরে দেখা যায়, বয়লার মুরগি ১২০-১৩০ টাকা কেজি, পাকিস্তানি মুরগি ২২০-২৩০ টাকা কেজি, দেশি মুরগি ৪০০- ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। 

মাংস বিক্রেতার জানান, বাজারে সবজিসহ নানা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও মাংসের দাম স্থিতিশীল রয়েছে। গরুর মাংস ৫৭০-৫৮০ টাকা প্রতি কেজি, খাসির মাংস ৭৫০-৮০০ টাকা, বকরির মাংস ৭০০-৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সোনালীনিউজ/এমএইচ