স্বাস্থ্যবিধি না মানলে দোকান বন্ধ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৩, ২০২১, ০১:১৯ পিএম
ফাইল ফটো

ঢাকা: রাবি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‌দেশে বর্তমান করোনা পরিস্থিতিতে ডিএনসিসি এলাকার কোনো মার্কেটে ক্রেতা-বিক্রেতা মাস্ক না পরলে দোকান বন্ধ করে দেওয়া হবে।

সোমবার (৩ মে) রাজধানী মহাখালীতে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ব্যবসায়ীদের লোকসানের কথা বিবেচনা করে দোকানপাট খুলে দিয়েছে সরকার। তার আগে স্বাস্থ্যবিধি মানবেন বলে লিখিত দিয়েছেন দোকান মালিকেরা। এখন ডিএনসিসি এলাকার মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাইকিং করা হচ্ছে। কাল থেকে আমি নিজে সব মার্কেটে ঘুরবো। কোনো মার্কেটে দোকানি এবং ক্রেতাকে মাস্ক ছাড়া পাওয়া গেলে ওই দোকান বন্ধ করে দেওয়া হবে।

সোনালীনিউজ/এমএইচ