ঢাকা মেডিকেলে আগুন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২, ০৭:১০ পিএম

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ১০ তলায় ১০৯ নম্বর কেবিনে আগুন লেগেছে বলে জানা গেছে। প্রায় ১৭ মিনিটের চেষ্টায় আগুন নির্বাপণ করেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের মিডিয়া কর্মকর্তা মো. রায়হান জানান, বুধবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে আগুন নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, ১০ তলায় ১০৯ নম্বর কেবিনে একটি লাইট বিস্ফোরিত হওয়ায় ধোঁয়া দেখা দিয়েছিল, আতঙ্ক তৈরি হয়েছিল। আগুনের কোনো ফ্লেম হয়নি। পরিস্থিতি অনুকূলে ও আশঙ্কামুক্ত।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আগুনে কোনো হতাহত নেই। ১০ তলার ১০৯ নম্বর কেবিনের লাইটে আগুন লাগে। সেখানে রোগী ছিল। তবে আগুন থেকে তারা বেরিয়ে আসেন।

এর আগে গত ১৭ মার্চ আগুনে পুড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। ওই সময় রোগীদের স্থানান্তরের সময় তিন জনের মৃত্যু হয়।

সোনালীনিউজ/আইএ