মহাখালীতে লেকের পানিতে শিশু নিখোঁজ

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৪, ০৯:৩৮ পিএম

ঢাকা: রাজধানীর মহাখালীতে টিবি গেটে পারটেক্সের পাশের লেকে পড়ে গিয়ে এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারের অভিযানে নেমেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

রোববার (২৮ এপ্রিল) রাত ৭টা ৫০ মিনিটে শিশুটির নিখোঁজের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম বলেন, আজ রাত ৭টা ৫০ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর মহাখালীতে টিবি গেটে পারটেক্সের পাশে লেকে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। আমাদের টিম ঘটনাস্থলে শিশুটিকে উদ্ধারে কাজ করছে। প্রাথমিকভাবে শিশুটির নাম ও পরিচয় পাওয়া যায়নি।

[222267]

এ বিষয়ে বনানী থানার উপ পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম বলেন, আমরা আনুমানিক রাত আটটার দিকে সংবাদ পাই এখানে শিশুটি পড়েছে। ফাতেমা নামে আরেকটি শিশুর কাছে জানতে পারি, তার সঙ্গে রিয়া নামের শিশু ছিল। তারা দুইজনেই ভিক্ষাবৃত্তি করে। রিয়া নামের শিশুটি ব্রিজের ওপর থেকে লেকের পানিতে পড়ে যায়।

রিয়ার আনুমানিক বয়স ৬ বছর। ঘটনাস্থলে এখন ফায়ার সার্ভিসের ডুবুরির দল কাজ করছে। তারা প্রায় এক ঘণ্টা ধরে শিশুটিকে খোঁজার কাজ করছে।

[222215]

আইএ