ফ্লাইওভারের গার্ডার ধ্বসের ঘটনায় তদন্ত কমিটি

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৪, ২০১৭, ১২:২৬ পিএম
মালিবাগ রেলগেটের উপর ভেঙ্গে পড়া ফ্লাইওভারের রাডার। ছবি- সোনালী্নিউজ

ঢাকা: রাজধানীর মগবাজার-মালিবাগ ফ্লাইওভারের গার্ডার পড়ে হতাহতের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার (১৩ জানুয়ারি) বেলা পৌনে ১টার দিকে মালিবাগ রেলগেটে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

গত রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে মালিবাগ রেলগেটে নির্মাণাধীন উড়ালসড়কের গার্ডার পড়ে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন।

রাডারের নিচে পড়ে কেঁটে যায় এক শ্রমিকের পা। ছবি: সোনালীনিউজ

দুর্ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক উল্লেখ করে সাঈদ খোকন বলেন, ‘এ ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না।’

দুর্ঘটনাটি তদন্তে কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে মেয়র বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অতিরিক্ত প্রকৌশলী (বাস্তবায়ন শাখা) আবুল কালাম আজাদের নেতৃত্বে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিকে অনতিবিলম্বে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ডিএসসিসি মেয়র বলেন, তদন্ত প্রতিবেদনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দোষ পাওয়া গেলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

সাঈদ খোকন বলেন, এলজিইডির প্রধান প্রকৌশলীর সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, নির্মাণকাজ চলাকালে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া ছিল।

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই