বিমানবন্দরে আত্মঘাতী হামলা নয়: ডিএমপি কমিশনার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৪, ২০১৭, ১০:০১ পিএম

ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোলচত্বরে হামলার ঘটনা আত্মঘাতী হামলা নয় বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, প্রাথমিত তদন্তে বোঝা যাচ্ছে, এটি কোনো আত্মঘাতী হামলা নয়। বোমাটি তিনি বহন করেছিলেন।

শুক্রবার (২৪ মার্চ) পৌণে ১০টার দিকে বিমানবন্দরের এলাকায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘বোমা নিয়ে তিনি ঘটনাস্থালে আসলে বোমাটি বিস্ফোরন ঘটে। এতে তিনি মারা যান। যেখানে বোমাটি বিস্ফোরণ ঘটে এর খুব কাছেই পুলিশ ক্যাম্প। তাই তার হামলার উদ্দেশ্য থাকলে তিনি পুলিশ ক্যাম্পে আসতে পারতো। তাই ধারণা করা যাচ্ছে বোমাটি তিনি বহন করেছিলেন’।

এর আগে সাড়ে সাতটার দিকে বিমানবন্দরের গোলচত্বরে পুলিশ চেকপোষ্টে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। এ হামলার ঘটনায় হামলাকারী নিহত হয়েছে। এঘটনার পরে সিআইডির ক্রাইম সিন ও কাউন্টার টেরোরিজম ইউনিটের বোম ডিস্পোজাল টিমের সদস্যরা ঘটনাস্থলে এসে পৌঁছায়। পুলিশ সেখানে সাংবাদিকসহ কাউকে যেতে দিচ্ছে না।


সোনালীনিউজ/ঢাকা/আকন