অতিরিক্ত দাম নিলেই শাস্তি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৭, ২০১৭, ০৪:০৪ পিএম

ঢাকা: নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দাম নেয়া হলে বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

আজ শনিবার (২৭ মে) দুপুরে রাজধানীর হাতিরপুল বাজার পরিদর্শনে এসে তিনি এ হুঁশিয়ারি দেন। এ সময় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করায় লিটন স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ডিএসসিসির নির্বাহী ম্যজিস্ট্রেট মামুন সরদারের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করে।

সাঈদ খোকন জানান, রমজানে ডিএসসিসির ২৯টি কাঁচাবাজারে কর্পোরেশনের ৮টি মনিটরিং টিম থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এদের নেতৃত্ব দেবেন এবং পুরো রমজান বাজার মনিটরিং করবেন। এ ছাড়াও কেউ অভিযোগ করলে কাউকে ছাড় দেয়া হবে না।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল, রাজস্ব কর্মকর্তা ইউসূফ আলী সরদারসহ ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/জেএ