হজ যাত্রীদের বর্ধিত ভাড়া মওকুফ

  • বিশেষ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২১, ২০১৭, ০৮:৪৭ পিএম
ফাইল ফটো

ঢাকা: ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, এবার হজযাত্রীদের বাড়তি তিন হাজার টাকা দিতে হবে না। ওই টাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের ভুলে হজ প্যাকেজে যুক্ত হয়েছিল।

শুক্রবার (২১ জুলাই) রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।  তিনি বলেন, বাড়তি প্লেন ভাড়ার টাকা প্রধানমন্ত্রী বাদ দেয়ার ঘোষণা দিয়েছেন। তাই এবার এ টাকা দিতে হবে না।

সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বিএইচ হারুন, সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীসহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব শাহাদাত হোসেন তসলিম বলেন, এখনো কোনো এজেন্সি বাড়তি টাকা নেয়নি। আর যদিও কেউ নিয়ে থাকে তাহলে তা ফেরত দেয়া হবে।

এর আগে হজ প্যাকেজে অতিরিক্ত ৩ হাজার টাকা যুক্ত করে গত ৬ জুলাই নির্দেশনা দেয়া হয়। যদিও হজ প্যাকেজে এমন কিছু দেয়া ছিল না!

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এমএইচএম