রাজধানীতে ছিনতাইকারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৩, ২০১৭, ০৩:৫৮ পিএম

ঢাকা: রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সক্রিয় ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

শনিবার (২২ জুলাই) দিবাগত রাতে নিউমার্কেট ও শেরেবাংলা নগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৮ টি চাকু, ৭ টি ব্লেট, ৩ টি মোবাইল ও নগদ ২৮ হাজার টাকা জব্দ করা হয়।
 
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আবিদ ওরফে আবিদ (২০), মো. রাজু (২৩), মো. শাহিন (৩৫), খোকন (২২), মোঃ জুয়েল (২৮), মোঃ রিয়াজ (১৮), আশাদুল ইসলাম (৩৫), সালাম মীর ওরফে সাল্লু (৬৪), কাজলী (১৮) এবং ময়না (৩৭)।

র‌্যাব জানিয়েছে, জিজ্ঞাসাবাদে জানা যায়- তারা কয়েক বছর যাবত রাজধানীর বিভিন্নস্থানে ছিনতাই করে আসছে। এছাড়া তাদের নিকট হতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ধরনের ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চলমান রাখবে র‌্যাব।

সোনালীনিউজ/ঢাকা/জেএ