১৮ আগস্ট থেকে বাসের অগ্রিম টিকিট

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১২, ২০১৭, ০২:৪২ পিএম

ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট দেওয়া হবে আগামী ১৮ আগস্ট শুক্রবার। কিন্তু ট্রেনের অগ্রিম টিকিট ছাড়ার দিন এখনো ঠিক করা হয়নি। ঈদের আগে ৩০ ও ৩১ আগস্ট বাস ও ট্রেনের টিকিটের চাহিদা থাকে সবচেয়ে বেশি বলে জানা গেছে।

বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার গণমাধ্যমকে জানান, এবারের ঈদের অগ্রিম টিকিট ১৮ আগস্ট ভোর ৬টা থেকে নিজ নিজ বাসের কাউন্টারের নির্ধারিত স্থানে বিক্রি হবে।

ট্রেনের অগ্রিম টিকিটের বিষয়ে রেল মন্ত্রণালয় সূত্র থেকে জানা যায়, এখনো ট্রেনের টিকিট ছাড়ার দিন ঠিক হয়নি। এ বিষয়ে সভা হয়নি। সভা হলে তারিখ নির্ধারণ হবে।

এদিকে বাস মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের ঈদে বাসের টিকিটের চাহিদা কম থাকবে। তবে ঈদে শীতাতপ নিয়ন্ত্রিত বাসের চাহিদা বেশি। যানজটের কারণে দীর্ঘ সময় রাস্তায় থাকতে হবে, সে জন্য শীতাতপ নিয়ন্ত্রিত বাসের চাহিদা বেশি থাকবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর