র‌্যাংগস ভবনে আগুন নিয়ন্ত্রণে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২০, ২০১৭, ০৮:১৯ পিএম

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে র‌্যাংগস প্লাজার আগুন নিয়ন্ত্রণে এসেছে। দীর্ঘ আড়াই ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসে ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়।

রোববার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ তাক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

এর আগে রোববার (২০ আগস্ট) বিকেল ৪টায় ধানমন্ডির ৬/এ আনাম র‌্যাংগস প্লাজার চারতলায় স্টামফোর্ড ইউনিভার্সিটির অফিস কক্ষে আগুনের সূত্রপাত হয়।

স্টামফোর্ডের অফিস কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান স্থানীয়রা। তারা আরো জানান, ওই ভবনে বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর, জেনারেল স্টোর ও পোশাকের দোকান রয়েছে।

ধানমন্ডি থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. রফিক বলেন, আমরা আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে জানিয়েছি। ফায়ার সার্ভিস এসেছে। তারা কাজ করছে। আমাদের ধারণা পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

তিনি আরো বলেন, আমরা কোনো হতাহতের খবর পাইনি। ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

ধানমন্ডিতে র‌্যাংগস ভবনে আগুন