ঢাকা মেডিকেল থেকে শিশু চুরি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৭, ১০:০৬ এএম

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জিম নামের তিন মাসের এক শিশু চুরির অভিযোগ করেছে স্বজনরা। সোমবার (২০ নভেম্বর) দিবাগত রাতে হাসপাতালের নতুন ভবনের সাত তলায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর গাফলতির অভিযোগ তুলেছে শিশুটির স্বজনরা। এদিকে শিশুটিকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে বলে আইন শৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

গত ৩১ অক্টোবর পায়ের সমস্যা নিয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন ময়মানসিংহের গফরগাঁও এর জুয়েল মিয়া। চিকিৎসা শেষে মঙ্গলবার সকালে বাড়ি ফেরার কথা ছিলো তার। রাতে অসুস্থ্য স্বামীর পাশেই তিন মাসের শিশু কন্যা জিমকে পাশে নিয়ে ঘুমিয়ে পরেছিলেন মা সুমাইয়া আক্তার। রাত সাড়ে বারোটা নাগাদ হঠাৎ ঘুম ভেঙে দেখলেন জিম তার পাশে নেই। স্বজনদের অভিযোগ নিরাপত্তারক্ষীর কাছে গেলেও তাৎক্ষণিক সহযোগিতা পাননি তারা।

জিমের খালাতো ভাই রাফসার বলেন, এখন পর্যন্ত কোনো পুলিশ এসে কোন খোঁজ খবর নেয় নেই। বাচ্চাটা কোথায়, কীভাবে হারিয়েছে তার কোনো খোঁজ নেয় নেই তারা। আমি বহির্বিভাগের আনসারে পায়ে পর্যন্ত ধরেছি একটু খোঁজ নেওয়ার জন্য।

খবর পেয়েই আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে দাবি করে পুলিশ জানায় সিসি টিভির ফুটেজ হাতে পেলে চিহ্নিত করা যাবে অপরাধীকে।

ডিএমসি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. বাচ্চু মিয়া বলেন, আমরা সিটিভির ফুটেজ দেখে অপরাধীকে চিহ্নিত করার চেষ্টা চলছে। আশা করি বাচ্চাটিকে উদ্ধার করতে পারবো।

এ ঘটনায় এখনো থানায় লিখিত কোন অভিযোগ করেনি জিমের পরিবার।


সোনালীনিউজ/ঢাকা/আকন