বিএনপি অনুমতি নেয়নি: পুলিশ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০১৮, ০২:১১ পিএম

ঢাকা: অনুমতি না নিয়েই দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীরা কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করার কারণেই তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সিবলী নোমান। 

বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করা হলেও লাঠিচার্জ বা টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। 

শিবলী নোমান বলেন, ডিএমপি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ রয়েছে। কিন্তু নয়াপল্টনে বিএনপি কোনো অনুমতি না নিয়েই রাস্তা বন্ধ করে সমাবেশ করে। তারা গাড়ি চলাচল বন্ধ করে দেয়। আমরা তখন তাদের পানি ছিটিয়ে ছত্রভঙ্গ করেছি।

কোনো লাঠিচার্জ বা টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেনি, কেবল পানি ছিটিয়ে তাদের সরিয়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে, ঘটনার পর দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন পুলিশ বিনা উস্কানিতে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে। মহিলা দলের নেতাকর্মীদের কেন্দ্রীয় কার্যালয়ের ভিতর থেকে টেনে হিঁচড়ে পুরুষ পুলিশ বের করে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ৬০ জনকে গ্রেপ্তার করেছে।

সোনালীনিউজ/ঢাকা/এআই