লেগুনা চাপায় নিহত ১, ট্রাকচাপায় আহত পরিচ্ছন্নতাকর্মী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৫, ২০১৮, ০৬:০১ পিএম

ঢাকা : রাজধানীর শ্যামলীতে লেগুনা চাপায় নিহত হয়েছেন এক বাসযাত্রী। আহত হয়েছেন একজন। দুর্ঘটনার পর বাস ও লেগুনাটিকে জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক-সহকারী। এদিকে টিকাটুলিতে ট্রাকচাপায় এবার পা হারানোর শঙ্কায় পরিচ্ছন্নতাকর্মী।

গন্তব্যে পৌঁছে বাস থেকে নামতে দরজায় এসেছিলেন মাংস ব্যবসায়ী রিপন। তাকে বহনকারী প্রজাপতি বাসটি ইউটার্ন নিতেই দ্রুতগতির লেগুনা চাপা দেয়। গুরুতর রিপনকে পাশের ট্রমা সেন্টারে নেয়ার পর মৃত্যু হয় তার। আহত হয় আরও একজন।

খবর পেয়ে হাসপাতালে ভিড় করেন রিপনের স্বজনেরা। দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তারা। দুর্ঘটনার পর পরই জব্দ করা হয় বাস ও লেগুনাটি। তবে পালিয়ে যায় চালক-সহকারী।

এদিকে টিকাটুলীতে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় গুরুতর আহত হয়েছেন পরিচ্ছন্নতাকর্মী কালু দাস। তার ডান পা প্রায় বিচ্ছিন্ন, থেঁতলে গেছে ডান হাতও।

আশঙ্কাজনক অবস্থায় রাতেই প্রথমে ঢাকা মেডিকেল ও পরে পঙ্গু হাসপাতালে নেয়া হয়। চালককে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে।

রাজধানীতে গত তিন মাসে বেপরোয়া গাড়ি চাপায় অন্তত ছয়জনের অঙ্গহানি ও মৃত্যুর ঘটনা ঘটেছে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর