সরবরাহ ঠিকঠাক তবু বাজার চড়া

  • বিশেষ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৮, ২০১৮, ০৪:২০ পিএম

ঢাকা : রমজানের প্রথম দিন রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুলসহ বিভিন্ন বাজারে সিটি করপোরেশন নির্ধারিত মাংসের দাম মানছেন না ব্যবসায়ীরা। কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে বলে অভিযোগ করছেন ক্রেতারা।

এ ছাড়াও এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগির দাম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি ২০ টাকা বাড়তি দামে। রমজান উপলক্ষ্যে সরবরাহ স্বাভাবিক থাকলেও চিনি বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। তবে ছোলা, সয়াবিন তেল, মশুর ডাল, খেজুর নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে।

ঢাকার বাইরে চট্টগ্রামে সবজিসহ নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক। তবে ইফতার সামগ্রীর দাম ঊর্ধ্বমুখী। মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি দল কাজ শুরু করলেও, দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা।

এদিকে রাজশাহীতে শসা, বেগুনসহ সব সবজির দাম চড়া। খারাপ আবহাওয়ার কারণে সবজির দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর