উত্তরখানে দগ্ধ আট জনের মধ্যে একজনের মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৩, ২০১৮, ১২:১৫ পিএম
ফাইল ছবি

ঢাকা: রাজধানীর উত্তরখানের ব্যাপারীপাড়ায় অগ্নিকাণ্ডে একই পরিবারের দগ্ধ আট জনের মধ্যে আজিজুল (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার শরীরের ৯৯ শতাংশ  দগ্ধ হয়েছিল।

শনিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটিতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, আজিজুলের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এর আগে রাজধানীর উত্তরখানের ব্যাপারীপাড়ায় একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের আজিজুলসহ দগ্ধ হন আটজন।

হাসপাতাল সূত্র জানায় আগুনে ডাবলুর (৩৩) শরীরের ৬৫ শতাংশ, আনজুর (২৫) ৬ শতাংশ, আব্দুল্লাহর (৫) ১২ শতাংশ, মুসলিমার (২০) ৯৮ শতাংশ, পূর্ণিমার (৩৫) ৮০ শতাংশ, সুফিয়ার (৫০) ৯৯ শতাংশ ও সাগরের (১২) ৬৩ শতাংশ পুড়ে গেছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন