মানুষ মানুষের জন্য

বাঁচতে চায় শিশু মমিন, বিত্তবানদের কাছে আকুতি বাবার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০১৮, ১০:৩১ এএম

ঢাকা: সাড়ে ৩ বছরের ফুটফুটে শিশু মো. মমিন। এক মুহূর্ত স্থির থাকত না সে। এ ঘর থেকে ও ঘরে ছোটাছুটি করত সারাবেলা। কিন্তু সেই মমিন আজ আর ছুটতে পারে না। বাবাকে চিৎকার করে ডাকতে পারে না বাবা তুমি কই। কারণ মমিন এখন হার্টের সমস্যায় কাতর।

মমিনকে বারডেম ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে ডা. রোকনুজ্জামান সেলিম পরীক্ষা করালে হার্টের সমস্যা ধরা পড়ে শিশুটির। চিকিৎসকরা বলছেন, অপারেশন ও মেডিসিনসহ মোট ৩ লাখ টাকা লাগবে।

মো. মমিন ভোলা জেলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাস্টার হাট গ্রামের মো. সামছুল মাঝির ছেলে।

মো. মমিনের বাবা মো. সামছুল মাঝি বলেন- আমার সন্তানকে বাঁচাতে ৩ লাখ টাকা লাগবে। কিন্তু এত টাকা জোগাড় করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। টাকার অভাবে আমার ছেলেকে চিকিৎসা করাতে পারছি না। এ অবস্থায় আমার ছেলের অপারেশন করানোর জন্য দেশের বিত্তবানদের প্রতি আমার আকুল আবেদন, আপনারা আমার ছেলের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেই আমার ছেলেকে চিকিৎসা করাতে পারি। আমার ছেলে সুস্থ হয়ে উঠতে পারে। আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো। 

সাহায্য পাঠানোর মাধ্যম- বিকাশ: ০১৭১৬৮৫৮৮৮৯। মো. জাকির হোসেন, এসি নং-০০২৫০৩১০০৮৩৬৯৪ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড।


সোনালীনিউজ/ঢাকা/এইচএআর