পণ্যের দাম জিজ্ঞেস করায় জাবি ছাত্রীকে দোকানির থাপ্পড়

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২২, ২০১৯, ০৮:৫৬ পিএম
প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর গাউছিয়া মার্কেটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রীকে মারধর করেছেন এক দোকানি।

শুক্রবার (২২ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থীর অভিযোগ করে জানান, পণ্যের দাম নিয়ে কথাবার্তার একপর্যায়ে ওই দোকানি তার ওপর চড়াও হন।

ভুক্তভোগী ওই শিক্ষার্থী সংবাদমাধ্যমকে জানান, আজ দুপুরে কেনাকাটা করতে এক বান্ধবীকে নিয়ে তিনি গাউছিয়া মার্কেটে যান। মার্কেটের নিচতলার এক দোকানে গিয়ে অলংকারের দাম জানতে চান। প্রথমে এক দোকানির সঙ্গে কথা বলছিলেন তিনি। এ সময় পেছনে ক্যাশ কাউন্টারে বসা এক ব্যক্তি বলেন, এক দাম ১০০ টাকা। নিলে নেন, না কিনলে দোকান থেকে বের হয়ে যান।

তখন ওই শিক্ষার্থী এইভাবে কথা বলার কারণ জানতে চাইলে ওই দোকানি চিৎকার করে অশ্লীল ভাষায় মেয়েটিকে গালাগালি করতে থাকেন। একপর্যায়ে মেয়েটির কাছে এসে তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন। এতে মেয়েটি বাধা দিলে তাকে চড় মারেন। একপর্যায়ে ঘাড় ধাক্কা দিয়ে মেয়েটিকে দোকান থেকে বের করে দেন ওই দোকানি।

নিউমার্কেট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, ওই ছাত্রী থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

সোনালীনিউজ/এমএইচএম