রমজানের শেষ দশক লাইলাতুল কদরের দশক, ৩টি সহজ আমল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৫, ২০২১, ০৩:৫১ পিএম

ঢাকা : রমজানের শেষ দশকের যেকোন দিন লাইলাতুল কদর হতে পারে। তাই লাইলাতুল কদর  পাওয়ার উদ্দেশে তিনটি সহজ আমল করা যায়।

মহিমান্বিত ও মর্যাদার এ রাতকে কুরআনুল কারিমে ‘লাইলাতুল কদর’ বলা হয়েছে। আল্লাহ তাআলা ‘সুরাতুল কদর’ নামে একটি স্বতন্ত্র সুরাও নাজিল করেছেন। এ সুরায় পবিত্র রাতের ফজিলত ও বরকতের বর্ণনা ওঠে এসেছে। 

এ সুরায় আল্লাহ তাআলা ঘোষণা করেন-'নিশ্চয়ই আমি তা (কুরআন) অবতীর্ণ করেছি কদরের রাতে। আর কদরের রাত সম্বন্ধে তুমি কি জান? শবে কদর হলো এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে। শান্তিই শান্তি, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে।' (সুরা আল-কদর)

মর্যাদার এ রাত সম্পর্কে হাদিসে এসেছে- হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'যে ব্যক্তি লাইলাতুল কদর তথা (মর্যাদার নির্ধারিত রাতে) ঈমানের সঙ্গে সাওয়াবের আশায় রাত জেগে ইবাদাত করে, তার বিগত জীবনের সব গোনাহ ক্ষমা করা হবে।' (বুখারি)

৩টি সহজ আমল: 

১. প্রতিরাতে অন্তত ১ টাকা হলেও দান করা, তাহলে লাইলাতুল কদরে দান করার সুযোগ হতে পারে। আর লাইলাতুল কদর যদি পাওয়া যায় হাজার রাত দান করার সওয়াব পাওয়া যাবে।

২. প্রতিরাতে অন্তত ২ রাকাত সালাত আদায় করা। তাহলে  হাজার রাত ২ রাকাত সালাত আদায়ের সওয়াব পাওয়া যাবে।

৩. প্রতিরাতে অন্তত ১ বার সূরা ইখলাস পড়া, তাহলে হাজার রাতে সূরা ইখলাস পড়ার সওয়াব পাওয়া যবে। 

আল্লাহ সবাইকে আমল করার তাওফিক দান করুন।

সোনালীনিউজ/এমএএইচ