পবিত্র শবে কদর পালিত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৩, ২০১৬, ১০:২৮ এএম

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো পবিত্র শবে কদর। মুসলমান ধর্মাবলম্বীদের কাছে এই রাতটি ছিল হাজার মাসের চেয়েও উত্তম। ইবাদত বন্দেগী আর জিকির-আসগারের মধ্য দিয়ে মহিমান্বিত এ রাত পার করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

এশার নামাজের আগে গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় নিয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আসতে শুরু করেন মুসল্লিরা। পূণ্যময় এই রাতে জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করেন তারা।

এশার নামাজের পর তারাবীর নামাজে কোরআন খতম শেষে বিশেষ মোনাজাত করা হয় মসজিদগুলোতে। এসময় দেশ-জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়।

বিশেষ মোনাজাত শেষে রাতভর মসজিদে নফল নামাজ আদায় করেন মুসল্লিরা। মহান আল্লাহ তা'লার সন্তুষ্টি লাভের আশায় রাতভর কোরআন তেলাওয়াত, তসবীহ- তাহলীল ও জিকির-আসগার করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

সোনালীনিউজ/ঢাকা/এএম