সৌদির সঙ্গে মিল রেখে ৬০ গ্রামে রোজা শুরু শনিবার

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৯:৫৪ পিএম

ঢাকা: চন্দ্রমাস অনুযায়ী সারা দেশের মানুষ শনিবার (১ মার্চ) দিনগত রাতে সেহেরি খাবেন। পবিত্র রোজা রাখবেন রোববার থেকে। কিন্তু দক্ষিণ চট্টগ্রামের ৬০ গ্রামে রোজা পালন শুরু হবে আগামীকাল শনিবার থেকে। 

পটিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী, চন্দনাইশ, আনোয়ারা উপজেলার প্রায় ৬০ গ্রামের মানুষ আগামীকাল থেকে রোজা রাখবেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে সেহেরি খেয়ে রোজা রাখবেন তারা।

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা দীর্ঘ ২০০ বছর আগে থেকে সৌদি আরবের সময়ানুযায়ী একদিন আগে রোজা রেখে থাকেন। 

[244983]

মির্জাখীল দরবার শরীফের অনুসারী পটিয়া উপজেলার হাইদগাঁও, বাহুলী ও ভেল্লাপাড়া, সাতকানিয়া উপজেলার মির্জাখীল, সোনাকানিয়া, গারাঙ্গিয়া ও গাটিয়াডাঙ্গা, লোহাগাড়া উপজেলার কলাউজান, বড়হাতিয়া, পুটিবিলা চরম্বা ও চুনতী, বাঁশখালী উপজেলার জালিয়াপাড়া, ছনুয়া, মক্ষিরচর, চাম্বল, শেখেরখীল, ডোংরা, তৈলারদ্বীপ ও কালিপুরসহ ৬০ গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ আগামীকাল প্রথম রোজা হিসেবে আজ রাতে সেহেরি খাবেন।

এ ব্যাপারে মির্জাখীল দরবার শরীফের এক অনুসারী বলেন, ‘আমরা যেহেতু সৌদি আরবের দিনক্ষণ অনুসরণ করি, সে অনুযায়ী আগামীকাল শনিবার আমাদের প্রথম রোজা পালন হবে।’

আইএ