রানা প্লাজা চলচ্চিত্র প্রদর্শনে আবারো নিষেধাজ্ঞা

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৬, ২০১৬, ০৪:০৮ পিএম

বিনোদন ডেস্ক
রানা প্লাজা ভবন ধ্বসের ঘটনা ও আলোচিত পোশাক শ্রমিক রেশমা চরিত্রটিকে নিয়ে তৈরি সিনেমা রানা প্লাজা প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়েছে সেন্সর আপিল কমিটি কর্তৃক জনসম্মুখে প্রদর্শনের উপযোগী নয় বলে বিবেচিত হওয়ায় চলচ্চিত্রটি সেন্সর সনদ বিহীন ঘোষণা করা হয়েছে।
একই স‡½ বলা হয়েছে এ চলচ্চিত্রটি দেশের কোথাও প্রদর্শিত হলে ছবি বাজেয়াপ্তসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সরকারের তথ্য সচিব মরতুজা আহমেদ, যিনি একই সাথে সেন্সর বোর্ডের প্রধান, তিনি বলেছেন সিনেমাটিতে এমন অনেক কিছু আছে যা সংশ্লিষ্ট আইনের সাথে সাংঘর্ষিক।
এ সিনেমাটি ৪ঠা সেপ্টেম্বর মুক্তি পাবার কথা ছিল।
কিন্তু এর আগেই অগাস্ট এর শেষ দিকে এ চলচ্চিত্রটি প্রদর্শনে ছয় মাসের নিষেধাজ্ঞা দেয় আদালত।
এর আগে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড দীর্ঘদিন ধরে ছাড়পত্র দেয়নি এবং এজন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন পরিচালক।
আদালতের এক রায়ের প্রেক্ষাপটে তিনি সেন্সর ছাড়পত্র পেলেও আবারো একটি রিট আবেদনের প্রেক্ষাপটে নিষেধাজ্ঞা দিয়েছিলো আদালত।
পরে উচ্চ আদালত থেকে ছবিটি প্রদর্শনের অনুমতি পাওয়ার কথা জানিয়েছিলেন এর পরিচালক নজরুল ইসলাম খান।
কিন্তু ৫ই জানুয়ারি রাতে দেয়া এক তথ্য বিবরণীতে চলচ্চিত্রটি প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানানো হয়।
ছবির পরিচালক নজরুল ইসলাম খান বিবিসিকে বলেছেন উচ্চ আদালতে নির্দেশ লঙ্ঘন করেই নতুন করে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে মনে করছেন তারা।
এ কারণে তারা এর বিরুদ্ধে আদালতেই যাবেন বলে জানান।
সোনালীনিউজ/ঢাকা