আজ আকাশে বাতাসে বিদায়ের সুর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০১৭, ০৯:৩৩ এএম

ঢাকা: আজ বিজয়া দশমী। আকাশে বাতাসে বিদায়ের সুর, বিসর্জনের বাজনা। ঘোড়ায় করে ফিরবেন দেবী দুর্গা। গতকাল মহাসমারোহে সারাদেশে উদযাপন হয় দুর্গাপূজার মহানবমী। শেষ মুহূর্তে মণ্ডপে মণ্ডপে ছিল ভক্ত দর্শণার্থীদের।

হিন্দু পুরান মতে মহানবমীর দিনেই মানব জাতির দুর্দশা লাঘব করতে মর্ত্যলোকে আসা দেবী দুর্গা অসুরকে বধ করে। কল্যাণ আর সম্পদে সমৃদ্ধ করে মানবকুলকে। তাই মহানবমীতে দেবী আরাধনায় মগ্ন সব বয়সী ভক্ত-অনুরাগী।

এর আগে সকালে শাপলা-শালুক আর নানা অঞ্জলির মাধ্যমে বন্দনা করা হয় দেবীর। মহানবমীর কল্পারম্ভ আর বিহিত পূজা শেষ হয় ৯টা ৫০ মিনিটে। এরপর ভক্তিভরে দেবীকে অঞ্জলি দেন পূজারি ও অনুরাগীরা।

শাস্ত্র মতে দশমীর বিদায়ের সুরের প্রথম আওয়াজ পাওয়া যায় নবমীর সমাপ্তির পথ ধরে। দেবী বন্দনা আর আরাধনার এটাই যেন শেষ সময়।

জগতের সব পাপ আর কালীমা মুছে বিজয়া দশমীতে ঘোড়ায় চড়ে স্বর্গলোকে যাবেন দেবী।


সোনালীনিউজ/ঢাকা/আকন