সহবাসের কতক্ষণ পর গোসল করবেন?

  • ধর্মচিন্তা ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২০, ২০১৮, ১২:১০ পিএম

ঢাকা: মহান আল্লাহ তায়ালা স্ত্রী-পুরুষের মধ্যে এক ধরণের জৈবিক চাহিদা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। আর এই চাহিদা পুরণের জন্য একটি বৈধ নিয়মও তিনি বাতলিয়েছেন- তাহলো ‘বিয়ে’। এর মাধ্যমে সমাজে শৃঙ্খলা বিধান করে স্বামী-স্ত্রীর যৌনমিলন বা সহবাস বৈধ করেছেন। এর ফলে যে সন্তান জন্মগ্রহণ করে তারাই পৃথিবীতে আবাদ করে।

তবে কথা হলো এই স্ত্রী সহবাস নিয়ে অনেকের মধ্যেই অনেক ধরণের ভুল ধারণা থাকে। যে সহবাসের আগে কী করতে হবে, কতক্ষণ পর গোসল ফরজ হয় ইত্যাদি ইত্যাদি।

একটি বেসরকারি টিভি চ্যানেলের ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’ অনুষ্ঠানে তেমনি একজন জিজ্ঞাসা করেছিলেন, ‘সহবাসের কতক্ষণ পর ফরজ গোসল দিতে হয়? এ রকম কোনো সময়সীমা আছে কি?’

পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে এর উত্তর দিয়েছেন অনুষ্ঠানের অতিথি বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

তিনি বলেন, না, সহবাসের কতক্ষণ পর গোসল করতে হবে, তার কোনো সময়সীমা নির্ধারিত নেই। তবে নবী করিম (সা.)-এর আমল এবং সালফে সালেহিনের আমল মতে, যত দ্রুত সম্ভব ফরজ গোসল করাটাই হলো সুন্নাহ। এটিই গুরুত্বপূর্ণ। তাই যত দ্রুত সম্ভব ফরজ গোসল আদায় করা উচিত। 

সোনালীনিউজ/ঢাকা/এইচএ