যেভাবে দোয়া করবেন আপনার মা-বাবাকে

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১, ২০১৬, ০৪:২৬ পিএম

সোনালীনিউজ ডেস্ক

সুরা তাওবায় আল্লাহ তাআলা হজরত ইবরাহিম আলাইহিস সালামের সেই কথা উল্লেখ করেন যা তিনি তার পিতার সঙ্গে ওয়াদা করেছিলেন। আল্লাহ বলেন, ‘আর ইবরাহিম কর্তৃক স্বীয় পিতার মাগফিরাত কামনা ছিল কেবল সেই প্রতিশ্রুতির কারণে, যা তিনি তার সাথে করেছিলেন। অতপর যখন তাঁর কাছে একথা প্রকাশ পেল যে, সে আল্লাহর শত্রু তখন তার সাথে সম্পর্ক ছিন্ন করে নিলেন। নিঃসন্দেহে ইবরাহিম ছিলেন বড় কোমল হৃদয়, সহনশীল।’ (সুরা তাওবা : আয়াত ১১৪)

হজরত ইবরাহিম আলাইহিস সালাম স্বদেশ ত্যাগের সময় তার বাবাকে বলেছিলেন যে, তার জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন। ইবরাহিম আলাইহিস সালামের সে দোয়াই আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর শিক্ষার জন্য কুরআনে তুলে ধরেছেন। যাতে তারা তাদের নিজেদের জন্য দোয়া করার পাশাপাশি পিতামাতা ও মুমিনদের জন্য দোয়া করতে পারেন। দোয়াটি হলো-

উচ্চারণ : রাব্বানাগফিরলি ওয়ালে ওয়ালেদাইয়্যা ওয়া লিল মু’মিনিনা ইয়াওমা ইয়া ক্বুমুল হিসাব। (সুরা ইবরাহিম : আয়াত ৪১)

অর্থ : হে আমাদের পালনকর্তা, আমাকে, আমার পিতা-মাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন, যেদিন হিসাব কায়েম হবে।

আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। আমাদের পিতামাতাকে ক্ষমা করুন। দুনিয়ার সকল মুমিন মুসলমানকে ক্ষমা করুন। সমগ্র মুসলিম উম্মাহকে কুরআনের শিক্ষা লাভ করার তাওফিক দান করুন। আমিন।

সোনালীনিউজ/ঢাকা/আকন