জগন্নাথ হলে চলছে সরস্বতী আরাধনা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০১৯, ১০:৩৮ এএম

ঢাকা: বছর ঘুরে আবারো এসেছেন বিদ্যা, বাণী আর সুরের দেবী সরস্বতী। দেশের পূজা মণ্ডপ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে তারই আরাধনা।

রোববার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে নানা আচারে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠান চলবে দিন জুড়ে।

প্রতি বছরের মতো এবারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে মহাসাড়ম্বরে বিদ্যা ও আরাধনার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজার আয়োজন চলছে। বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের বিদ্যার্থীরা তৈরি করেছে বিভিন্ন মোটিফের ওপর ভিত্তি করে প্রতিমা ও বিভিন্ন মেটাফোরিক্যাল মন্ডপ।

দৃষ্টিনন্দন এই মহোৎসবে প্রতিফলিত হয়েছে চিরায়ত বাঙালি সংস্কৃতির শাশ্বত মহিমা এবং একই সময় রয়েছে বিভিন্ন আধুনিক প্রযুক্তির কলাকৌশল ও বিজ্ঞানের সমন্বিত শিল্পরূপ।


সোনালীনিউজ/ঢাকা/আকন