বছরের প্রথম ও শেষ ‘সুপারমুন’ দেখা যাবে আজ

  • সোনালীনিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২০, ১০:৫৬ এএম

ঢাকা: আকাশে চাঁদ উঠলে নাকি সেটা সবাই-ই দেখতে পায়। সেটা ছোট-বড়, পূর্ণ বা অর্ধেক চাঁদ যাই হোক না কেন। কিন্তু সেটা যদি সুপারমুন হয়, তাহলে তো সেই চাঁদ দেখতে হয় বিশাল আয়োজন করে। আনন্দের কথা এই যে, রোববার (৯ ফেব্রুয়ারি) আকাশে দেখা মিলবে সুপারমুনের।

নাসার তথ্যমতে, আজ রাতের আকাশে দেখা যেতে পারে সবচেয়ে বড় চাঁদের। যা ‘সুপারমুন’হিসাবে পরিচিত। স্বাভাবিক অবস্থানের তুলনায় রোববার রাতে অনেক কাছে দেখা যাবে চাঁদকে। ফলে এর আকারে অনেক বড় দেখাবে। স্বাভাবিক অবস্থা থেকে প্রায় ১৪ শতাংশ বড় দেখাবে চাঁদকে।

বেশকিছু অনলাইন ওয়েবসাইটের লাইভ স্ট্রিমিং-এ সুপার মুন দেখতে পারেন। irtual Telescope Project 2.0- দেখা যাবে লাইভ।

চলতি বছরে এটাই প্রথম ও শেষ ‘সুপারমুন’। এর আগে শেষবার ‘সুপারমুন’ দেখা গিয়েছিল ২০১৬ সালের ১২ ডিসেম্বর। এরপর ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারিতে আবার সুপারমুন দেখা যেতে পারে যাবে। অর্থাৎ আবার সুপারমুন দেখতে আপনাকের অপেক্ষা করতে হবে আরও একটা বছর। তাই একবছরের অপেক্ষা না করে এখনই তৈরি হয়ে নিন আজকের সুপারমুনটি দেখার জন্য।

সোনালীনিউজ/এইচএন