হারানো ফোন খুঁজে দেবে গুগল

  • বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৫, ২০১৬, ০৫:৫৬ পিএম

হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া ফোন খুঁজে পেতে এবার টেক জায়ান্ট গুগল নিয়ে এলো নতুন একটি ফিচার 'ফাইন্ড মাই ফোন'।

২০১৫ সাল থেকে চালু গুগলের 'মাই অ্যাকাউন্ট' হাবে এ নতুন ফিচারটি যুক্ত করা হচ্ছে। অ্যাড্রেস বারে 'আই লস্ট মাই ফোন' টাইপ করলেই এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীকে সরাসরি 'ফাইন্ড মাই ফোন' পেইজে নিয়ে যাওয়া হবে।

এ ছাড়াও এতে একটি লিংক রয়েছে, যার সাহায্যে নিকটবর্তী 'লস্ট অ্যান্ড ফাউন্ড' অফিসে সরাসরি যোগাযোগ করা যাবে। গুগলের মাই অ্যাকাউন্ট-এর পণ্য ব্যবস্থাপক গুয়েমি কিম জানান, ইউরোপ ও এশিয়ার জন্য এটি অত্যন্ত কার্যকরী একটি অপশন।

তিনি বলেন, "ব্যবহারকারীদের সম্পর্কে গুগলের কাছে কী ধরনের ডেটা রয়েছে তা জানতে তারা কৌতুহলী বা উদ্বিগ্ন, আমরা এটা গবেষণার মাধ্যমে জেনেছি।"

সিএনএন জানায়, এ ফিচার ব্যবহার করে হারিয়ে যাওয়া ফোন বা ট্যাবলেটের মালিকেরা তাদের ডিভাইসে রিং দিতে, এতে চালু গুগল অ্যাকাউন্ট বন্ধ করে দিতে এবং ম্যাপে ফোনের অবস্থান দেখতে পারবেন। তবে কিছু কিছু অপশনের জন্য আইওএস ব্যবহারকারীদের আইক্লাউড পেইজে নিয়ে যাওয়া হবে।

হারিয়ে যাওয়া ফোন খুঁজে বের করতে অ্যান্ড্রয়েড এবং অ্যাপল উভয়েরই আলাদা আলাদাভাবে নিজস্ব সেটিংস থাকলেও এসব তথ্য এক জায়গায় জমা করা এবং সার্চ রেজাল্টে অন্তর্ভুক্তির ঘটনা এই প্রথম।

সোনালীনিউজ/ঢাকা/আকন