ব্যবহারকারীর ফেসপ্রিন্ট-বায়োমেট্রিক তথ্য নেবে টিকটক

  • তথ্যপ্রযুক্তি ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২১, ২০২১, ০৭:৫৮ পিএম
ছবি: ইন্টারনেট

ঢাকা: টিকটকের ঘোষিত নতুন নিয়ম অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের ফেসপ্রিন্ট, ভয়েসপ্রিন্ট ও বায়োমেট্রিক তথ্য নেওয়া হবে।

প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চের ২ জুনের আপডেট প্রতিবেদনে টিকটকের বরাত দিয়ে বলা হয়েছে, স্বয়ংক্রিয়ভাবে পাওয়া তথ্যের আলোকে ব্যবহারকারীদের অনুমতি দেবে টিকটক। 

কোম্পানিটির নতুন নিয়মে বলা হয়, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী বায়োমেট্রিক তথ্য নেওয়া যেতে পারে। খবর দ্য ন্যাশনাল ইন্টারেস্টের

টিকটকের পক্ষ থেকে অবশ্য এ ব্যাপারে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া শুধু আমেরিকানদের কাছ থেকে কেন বায়োমেট্রিক ইনফরমেশন সংগ্রহ করা হবে, সে ব্যাপারে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

টিকটকের একজন মুখপাত্র বলেন, এটা আমরা করছি স্বচ্ছতার খাতিরে। আমরা আমাদের গোপনীয়তার নিয়মকেও আরও পরিষ্কারভাবে উপস্থাপন করতে চাই।

চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন টিকটকের নতুন এই নীতিমালাটি এসেছে ইলিনয় রাজ্যের বায়োমেট্রিক প্রাইভেসি আইন ভঙ্গের মামলায় টিকটক হেরে যাওয়ার পর। ওই মামলায় আদালত টিকটককে ৯ কোটি ডলার অর্থদণ্ডের আদেশ দেন।

এর আগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে টিকটককে নিষিদ্ধ করেছিলেন। তবে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন সে আদেশ বাতিল করেন। 

সোনালীনিউজ/টিআই