আপনার মোবাইলটি ধুয়েছেন তো! (ভিডিও)

  • প্রযুক্তি ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২০, ২০১৬, ১১:২০ এএম

শিরোনাম দেখে ঘাবড়ে যাবেন না। মোবাইলে পানি ঢোকায় প্রতিদিনই কতো মানুষকে ছুটতে হচ্ছে মিস্ত্রির কাছে, আর বলছি কিনা মোবাইল ধোয়ার কথা!

হ্যা, জাপানের কোয়েচেরা টেলিকম নামের এক প্রতিষ্ঠান এমনই এক মোবাইল বাজারে ছাড়তে যাচ্ছে, যেটাকে রীতিমত বালতিতে নিয়ে সাবান দিয়ে ধুতে পারবেন আপনি। 

ডিঙ্গো রাফরি নামের নতুন এ হ্যান্ডসেট একইসঙ্গে পানি ও সাবান প্রতিরোধক। তাই মোবাইলটি ময়লা হয়ে গেলে, কিংবা পরিষ্কার করার দরকাল হলে বালতি বা বেসিনে সাবান দিয়ে ধুয়ে ফেলতে পারবেন আপনি।
 
ভিডিও দেখুন : 

সোনালীনিউজ/ঢাকা/এএম