ফোনালাপ রেকর্ড হচ্ছে কি না, বুঝবেন যেভাবে

  • বিজ্ঞান-প্রযুক্তি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১, ০৩:০৪ পিএম

ঢাকা : জরুরি তথ্য সেভ করে রাখার জন্য আপনার কল রেকর্ড করতে পারেন যে কেউ। সেক্ষেত্রে  কল রেকর্ড করার সময় অবশ্যই উভয়পক্ষের সম্মতি থাকা প্রয়োজন।

অনুমতি ছাড়া ফোন আলাপ রেকর্ড করা এবং তা ছড়িয়ে দেয়ার মতো ঘটনা ঘটছে অহরহ। তাছাড়া অনেকের ফোনে অটো কল রেকর্ড হয়। এই বিষয়গুলোর কারণে অনেকেই নিশ্চিত হতে পারেন না, ফোনের অপর পাশের ব্যক্তিটি কথাগুলো রেকর্ড করছেন কি-না।

তবে নির্দিষ্ট কিছু বিষয়ে খেয়াল রাখলে আপনি বুঝতে পারবেন ফোন আলাপ রেকর্ড করা হচ্ছে।

# যদি কল করার সময় কয়েক সেকেন্ড বা মিনিটের জন্য একটি বিপ-এর মতো শব্দ শুনতে পান, তবে বুঝতে হবে যে আপনার কল রেকর্ড করা হচ্ছে।

# কাউকে কল দেয়ার পর সে যদি আপনার কলটি স্পিকারে রেখে দেয় তবেও ধরে নিতে পারেন সে আপনার কল রেকর্ড করছে। কাউকে কল দেওয়ার পর অন্যরকম শব্দ পাওয়াও কল রেকর্ড করার একটি লক্ষণ। এ ক্ষেত্রে কথা বলার ফাঁকে ফাঁকেই অপ্রত্যাশিত শব্দ শোনার সম্ভাবনা থাকে।

# তবে বর্তমানে অনলাইনে এমন কিছু অ্যাপ পাওয়া যায়, যেসব অ্যাপ বিপ শব্দ ছাড়াই কল রেকর্ড করতে পারে। তাই কল করার সময় ছোট ছোট বিষয়গুলোতে অত্যন্ত মনোযোগ দিতে হবে। সর্বপরি কলদাতা বিশ্বস্ত না হলে বুঝেশুনে কথা বলাই শ্রেয়।

সোনালীনিউজ/এমটিআই