গুগল ফটোস কেন ব্যবহার করবেন?

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ১১:১৬ এএম

ঢাকা : অনলাইনে ছবি ও ভিডিও জমা রাখা এবং অন্যদের সাথে শেয়ার করার মাধ্যম গুগল ফটোস। এটি ব্যবহার করে অনলাইনে ছবি আপলোড করে সংরক্ষণ করা যায়। গুগলের তৈরি এই অ্যাপটি  প্রতিটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে প্রি-ইন্সটল করা থাকে।

পূর্বে গুগল ফটোস ব্যবহার করে আনলিমিটেড হাই কোয়ালিটি ছবি ও ভিডিও ক্লাউড স্টোরেজে জমা রাখার সুবিধা ছিল। তবে ২০২০ সালের নভেম্বর মাসে গুগল ফটোসের স্টোরেজের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়। বর্তমানে গুগল ফটোর আনলিমিটেড স্টোরেজ ফিচারটি আর নেই। বরং গুগল একাউন্ট এর সাথে বিনামূল্যে পাওয়া ১৫জিবি গুগল ড্রাইভ ক্লাউড স্টোরেজ ব্যবহার করা যাবে গুগল ফটোসের স্টোরেজ হিসেবে।

গুগল ফটোসের ব্যবহার

# ফ্রিতে ক্লাউডে ছবি ও ভিডিও জমা রাখা যায়

# অটোমেটিক ছবি ও ভিডিও ফোন থেকে ব্যাকাপ নেওয়া যায়

# ছবি ও ভিডিও অনলাইনে ব্যাকাপ নেওয়ার পর মোবাইলের স্টোরেজ খালি করা যায়

# মুভি, এনিমেশন, কোলাজ ও এলবাম সেভ, শেয়ার ও এমবেড করা যায়

# শক্তিশালী সার্চ ফিচার ব্যবহার করে ছবিতে থাকা বিষয় খোঁজ করা যায়

# খুব সহজে ফটো, ভিডিও ও এলবাম অন্যদের সাথে শেয়ার করা যায়

# মেমোরি ফিচার ব্যবহার করে স্মরণীয় মুহুর্ত স্মরণ করা যায়

# ইন-বিল্ট গুগল লেন্স ফিচার ব্যবহার করে ছবিতে থাকা অবজেক্ট খোঁজা যায়, টেক্সট কপি-পেস্ট ও ট্রান্সলেট করা যায়।

সোনালীনিউজ/এমটিআই