বছরের প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ সোমবার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৪, ২০২২, ০২:৫৩ পিএম

ঢাকা: বছরের প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটতে যাচ্ছে সোমবার (১৬ মে) । এ চন্দ্রগ্রহণ দক্ষিণ-পশ্চিম ইউরোপ, দক্ষিণ-পশ্চিম এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকার বেশিরভাগ অংশ, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক এবং অ্যান্টার্কটিকাসহ বেশ কয়েকটি অঞ্চলে দেখা যাবে। 

পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়লে তা চন্দ্রগ্রহণ হিসেবে পরিচিত। বাংলাদেশ সময় সকাল ৯ টা ২৯ মিনিট থেকে ১০ টা ৫৩ মিনিট পর্যন্ত এ চন্দ্রগ্রহণ চলবে। 

তবে এ চন্দ্রগ্রহণ বাংলাদেশে দৃশ্যমান হবার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।

তিনি বলেন, ‘দিনের বেলায় এই চন্দ্রগ্রহণ হওয়ায় বাংলাদেশে তা দেখা যাবে না, তবে সৌরজাগতিক এ ঘটনা সবার জন্য শিক্ষণীয়।’

সোনালীনিউজ/আইএ