ইয়ারফোনে কানের ক্ষতি

  • প্রযুক্তি ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৫, ২০১৬, ০১:১৮ পিএম

ইয়ারফোনে উচ্চৈঃস্বরে গান শোনার অভ্যাস আছে অনেকের। এ অভ্যাস কানের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। গবেষকরা বলছেন, আইপড বা এমপিথ্রিতে হেডফোনের মাধ্যমে গান শুনলে কান ক্ষতিকারক ব্যাকটেরিয়ার প্রজনন কেন্দ্রে পরিণত হতে পারে।

এমনকি সংক্রমণের কারণে কানে তীব্র ব্যথা ও শ্রবণশক্তি হারাতে হতে পারে। গবেষকদের মতে, উচ্চ শব্দে ইয়ারফোনে গান শোনা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। এভাবে দীর্ঘক্ষণ গান শোনার কারণে বিশ্বের ১০০ কোটি ১০ লাখ কিশোর ও তরুণ শ্রবণযন্ত্রের স্থায়ী ক্ষতির ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

অনলাইন জার্নাল হেলথ অ্যান্ড অ্যালাইড সায়েন্সে সম্প্রতি প্রকাশিত এক গবেষণা মতে, দীর্ঘ সময় ধরে ইয়ারফোন ব্যবহার কানের মধ্যে ক্ষতিকর ব্যাকটেরিয়ার বংশ বিস্তার বাড়িয়ে দিতে পারে। এছাড়া দূষিত একটি ইয়ারফোনে এ ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি। সূত্র : ওয়েবসাইট

সোনালীনিউজ/ঢাকা/এএম