মোবাইল ডাটার সময়সীমা বেড়ে হল একবছর

  • বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৩, ২০১৬, ০৫:৫৭ পিএম

মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর। বাড়তে চলেছে নেট ব্যবহারের সময়সীমা। ট্রাই জানিয়েছে মঙ্গলবার থেকেই মোবাইল ডাটা প্যাকের সময়সীমা ৯০ দিন থেকে বেরে হবে ৩৬৫ দিন।

ট্রাই জানিয়েছে বর্তমানে একটি মোবাইল সংস্থা ইন্টারনেট রিচার্জ ভাউচারের জন্য সর্বোচ্চ ৯০ দিন সময় দেয়। এর মধ্যে যদি ব্যবহারকারী ওই ডাটা ব্যবহার করতে না পারে তাহলে অব্যবহৃত ডাটা নষ্ট হয়ে যায়। সেই সমস্যার অবসান হতে চলেছে। ট্রাই আনছে একটি স্পেশাল ট্যারিফ ভাউচার যার মাধ্যমে ওই তিন মাসের ভাউচারটি বেড়ে হয়ে যাবে ৩৬৫ দিন। একটি আলোচনার পর তাঁদের নিয়মাবলীর দশম এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সূত্র: কলকাতা

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর