হঠাৎ মোবাইল গরম হলে যা করবেন

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৩, ০১:২৮ পিএম

ঢাকা : কোনো না কোনো কাজে সারাক্ষণ মোবাইল ফোন ব্যবহার করা হয় সকলের। স্মার্টফোন আমাদের জীবনে যেনো আশীর্বাদ হয়ে এসেছে। যেকারো সাথে যোগাযোগ করতে কিংবা বিশ্বের যেকোনো প্রান্তের খবর জানতে স্মার্টফোনের জুড়ি নেই। তবে ব্যবহার করার সময় দেখা যায় হঠাৎ করেই মোবাইল গরম হয়ে যায়।

মোবাইল গরম হয়ে যাওয়ার অনেক কারণ থাকতে পারে। অনেক সময় দেখা যায় চার্জ দিলে বা বেশিক্ষণ মোবাইল ব্যবহার করলেও ফোন গরম হয়ে যায়। বেশি সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন বা গেম খেলছে হঠাৎ দেখলেন মোবাইল ফোনটি গরম হয়ে যাচ্ছে।

আবার অনেক সময় দেখা যায় রাস্তায় চলতে চলতে পকেটেও থাকা মোবাইল ফোনটিও গরম হয়ে যাচ্ছে। বেশিক্ষণ সূর্যের তাপে থাকলেও ফোন গরম হতে পারেন। ফোনের ভেন্টিলেশন ভালো না হলেও মোবাইল ফোন গরম হতে পারে।

[204866]

ফোন অনেকবেশি পুরোনো হলে এর হার্ডওয়্যারে সমস্যা দেখা দেয় যার ফলে ফোন গরম হতে পারে। তবে এমন যদি হয় তাহলে যা করবেন-

# শুরুতে ব্যবহার বন্ধ করে ফোনটিকে কিছুক্ষণ বিশ্রাম দিতে হবে। এতে অনেক সময় দেখা যায় ধীরে ধীরে ফোন স্বাভাবিক হয়।

# অনেকে ফোনের সঙ্গে অতিরিক্ত কভার ব্যবহার করেন। এ ধরনের কেস ফোন থেকে বের হওয়া গরম আটকে দিয়ে ফোনকে গরম করে। ফোন যদি অতিরিক্ত গরম হয় তবে এ ধরনের কেস বা কভার সরিয়ে ফেলুন।

# এসবে ফোন স্বাভাবিক না হলে দ্রুত মেকানিকের কাছে নিয়ে যান। ফোনের হার্ডওয়্যার বা ভেতরের কোনো সমস্যার কারণেও এমন হতে পারে।

এমটিআই