চলতি সপ্তাহে আকাশে ‘ব্ল্যাক মুন’

  • বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০১৬, ০৬:৪৪ পিএম

চলতি সপ্তাহে রাতের আকাশে দেখা মিলবে বিরল ‘ব্ল্যাক মুন’ বা কালো চাঁদ। তবে ‘চাঁদের’ এ ‘রূপ’র সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেনি জ্যোর্তিবিজ্ঞান।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতের আকাশে চলতি মাসের দ্বিতীয় ‘নতুন চাঁদটি’ উঠবে। এখন পর্যন্ত বিষয়টিকে ‘ব্ল্যাক মুন’ হিসেবে আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও ব্যাখ্যার পেছনে এটি কোনো যুক্তিসঙ্গত কারণ নয়।

চাঁদের নতুন নতুন নাম দেওয়ার জনপ্রিয়তা দিনদিন বাড়ছে। গত কয়েক বছরে বিশ্ববাসী ব্লাড মুন, ব্লু মুন, সুপার মুনের সঙ্গে পরিচিত হলেও ব্ল্যাক মুনের বিষয়টি অনেকটাই অপরিচিত।

ব্লু মুন বা অন্য মুনের মতো নতুন এ সংস্করণের সঙ্গে চাঁদের রংয়ের বা উপস্থিতির যদিও কোনো মিল খুঁজে পাওয়া যাবে না। এমনকি বছরের কোন সময়ে ‘ব্ল্যাক মুন’ আকাশে দৃশ্যমান হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়ও নেই।

তবে অনেকে বিষয়টিকে ব্লু মুনের উল্টোপিঠ বলে আখ্যা দিয়েছেন-যখন কোনো মাসে দু’বার ফুল মুন (পূর্ণ চাঁদ) হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন