ঢাকা: পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও ছড়িয়ে গোপালগঞ্জে পুলিশের হামলার অপপ্রচার চালানোর অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ প্ল্যাটফর্ম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্টের অনুসন্ধানে উঠে এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিওটি গোপালগঞ্জে সম্প্রতি ঘটে যাওয়া কোনো ঘটনার নয়। ভিডিওটি ২০২৪ সালের ২৬ জুলাই, ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের হামলার দৃশ্য হিসেবে প্রকাশিত হয়েছিল।
বাংলাফ্যাক্ট জানায়, ১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর একটি সমাবেশকে ঘিরে সংঘর্ষের পর প্রশাসন জেলায় কারফিউ ও ১৪৪ ধারা জারি করে, যা পরবর্তীতে ২০ জুলাই তুলে নেয়া হয়। এই প্রেক্ষাপটে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে গোপালগঞ্জে আওয়ামী লীগের কর্মীদের ওপর পুলিশ হামলা চালিয়েছে—এই মর্মে একটি পুরোনো ভিডিও নতুন করে ব্যবহার করে ভুয়া দাবি ছড়ানো হয়।
ভিডিওটির সত্যতা যাচাই করতে বাংলাফ্যাক্টের টিম এর কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে দেখে, এটি Sayed Rouf নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ২৬ জুলাই প্রকাশিত হয়। ওই পোস্টের ক্যাপশন অনুযায়ী, ভিডিওটি ঢাকায় শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলিবর্ষণ ও ধরপাকড়ের ঘটনা তুলে ধরে। একই সময় আরও বেশ কয়েকটি এক্স ও ফেসবুক অ্যাকাউন্ট থেকেও ভিডিওটি একই দাবি নিয়ে পোস্ট করা হয়।
বাংলাফ্যাক্ট নিশ্চিত করে, ভিডিওটি গোপালগঞ্জে আওয়ামী লীগের কর্মীদের ওপর পুলিশের কোনো সাম্প্রতিক হামলার সঙ্গে সম্পর্কিত নয়। এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াতে ব্যবহার করা হচ্ছে।
বাংলাফ্যাক্টের অনুসন্ধান টিম জানায়, “ভিন্ন ঘটনার পুরোনো ভিডিওকে বর্তমান প্রেক্ষাপটে ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।”
উল্লেখ্য, গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে এবং জনগণের কাছে সত্য তথ্য তুলে ধরার লক্ষ্যে বাংলাফ্যাক্ট নিয়মিত ফ্যাক্টচেক পরিচালনা করে আসছে।
সূত্র: বাসস
ওএফ