মঙ্গলগ্রহ থেকে পৃথিবী ও চাঁদ দেখতে কেমন

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৯, ২০১৭, ০১:২১ পিএম

ঢাকা: বিজ্ঞান যে ঠিক কতটা এগিয়েছে। তা অনেক সময় চিন্তার চেয়েও বেশি মনে হয়। কারণ যা আপনি কখনো চিন্তা করেননি তাও সম্ভব হচ্ছে বিজ্ঞানের কল্যাণে। যখন আমরা চিন্তা করতে পারিনা দূরের মানুষকে কাছে আনার উপায়। তখন বিজ্ঞানীরা মঙ্গলগ্রহ থেকে আমাদের ঘুরে এনেছে। ইতিমধ্যেই বিজ্ঞানের কল্যাণে আমরা চাঁদ থেকে পৃথিবীকে দেখতে কেমন লাগে দেখে ফেলেছি। কিন্তু মঙ্গল গ্রহ থেকে আমাদের পৃথিবী আর চাঁদকে একই ছবিতে দেখতে কেমন লাগে, সেটাই এবার দেখিয়ে দিল নাসা।

মঙ্গলগ্রহ থেকে তোলা পৃথিবীর ছবি

ছবিটি তোলা হয়েছে ২০১৬-এর ২০ নভেম্বর। ছবিতে দেখা যাচ্ছে পৃথিবীর যে অংশটা লালচে সেটা অস্ট্রেলিয়া। আর চাঁদের ছবিটিতে ঔজ্জ্বলতা অনেকটাই কম পৃথিবীর তুলনায়।

সোনালীনিউজ/ঢাকা/এআই